ABP Ananda LIVE: পাকিস্তানের বালুচিস্তানে প্রায় ১৮ ঘণ্টা ধরে ট্রেন হাইজ্যাক! ট্রেনের ভিতরে নিরীহ যাত্রীদের কাছে সুইসাইড বম্বার, ট্রেন ওড়ানোর হুমকি । নিরীহ নাগরিকদের ঢাল করা হচ্ছে, দাবি পাক সেনার । আহত ৫৭, উদ্ধার শতাধিক, এখনও ট্রেনে দেড়শর কাছাকাছি পণবন্দি । গুলিতে নিহত ৩০ পাক সেনা, দাবি BLA-র । ১৬ জন জঙ্গিও নিহত বলে পাল্টা দাবি পাক সেনার । আফগানিস্তানে বসে মাস্টারমাইন্ড, দাবি পাক সেনারজঙ্গিরা কথা চালাচ্ছে আফগানিস্তানে, দাবি পাক গোয়েন্দাদের । ট্রেনে এখনও আটকে দেড়শর কাছাকাছি পণবন্দি । গতকাল কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলা চালিয়ে ট্রেন হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি